কোন টুলসে লিখালেখি করবেন?
সাধারনত আর্টিকেল লিখার কাজে সবার কাছে MS WORD ই জনপ্রিয়। কারন এতে কাজ করা তুলনামুলক সহজ। তবে প্রপেসনাল গবেষক দের কাছে লিখালিখির কাজে Latex(Overleaf) বেশ জনপ্রিয়। শুরুতে এটি কঠিন মনে হলেও সময়ের সাথে সাথে এটি হয়ে উঠতে পারে আপনার প্রথম প্ছন্দের। এটি ব্যবহার করে আপনি সহজেই IEEE, Springer, MDPI, Elsevier ইত্যাদি জার্নালের ফরমেটে আপনার পেপার কে সাজাতে পারেন। এছাড়া ও ল্যাটিক্স ব্যবহার করে আপনি দারুন সব ফরম্যাটে আপনার সিভি লিখতে পারেন। লিখতে পারেন ডাটা সায়েন্সের উপর নানা রকম বুক চ্যাপ্টার, আপনার একাডেমিক থিসিস পেপার সহ ইত্যাদি। নিচে ডাটা সায়েন্সের বিভিন্ন কাজে সচরাচর ব্যাবহার করা হয় এমন কিছু টুলসের একটি লিস্ট দেয়া হল;
- Microsoft Word
- Google Docs
- Google Keep
- A critique group
- Backup files
- Skillshare classes
- WordPress
- Pexels
- Canva
- Your workspace
এছাড়াও আর ও অনেক টুলস আছে যা ডাটা সায়েন্টিস্টদের নিত্যদিনের পার্টনার।