এম এস ওয়ার্ড Vs. টাইপসেট Vs. ল্যাটিক্স

Abu Tareq Rony
2 min readJul 15, 2022

--

রিসার্সের কাজে লেখালেখিতে কি ইউজ করবেন (এম এস ওয়ার্ড Vs. টাইপসেট Vs. ল্যাটিক্স)?

এম এস ওয়ার্ড নিয়ে আলাদাভাবে লিখার কিছু নেই । কিন্তু যারা যারা টুকটাক গবেষণা করি তারা সবাই ই ওভারলিফ ল্যাটিক্স নিয়ে জানি কিছু টা। ল্যাটিক্সের ফরম্যাটিং, স্টাইল, ফন্ট সত্যি ই অসাধারণ এবং এম এস ওয়ার্ড থেকে অনেক গুনে ভালো। ল্যাটিক্সের আর ও কিছু সুবিধা হলঃ

  • অসাধারন টাইপসেট আউটপুট
  • শুধুমাত্র কিছু কমান্ড দিয়ে লেখার মাধ্যমে সময় বাঁচানো
  • রেফারেন্সের সহজ ব্যবস্থাপনা
  • সময় কম?আছে টেমপ্লেট( Springer/IEEE/CV/Resume etc.)
  • বিনামূল্যে সবাই ব্যবহার করতে পারে ইত্যাদি।

বাট গবেষণা জিবনের শুরতে এই টুল টা শিখা যেমন দরকার তেমনি বিরক্তিকর ও বটে। কারন এটা ওয়ান কাইন্ড অফ পোগ্রামিং ল্যাংগুয়েজ। সো আমার কাছে ও এটা বোরিং লাগত।সবশেষে ল্যাটেক্স এর উপর লিখা বাংলা বই লাগলে দেখতে পারেন এখানে

কিন্তু আপনারা চাইলে এটার পরিবর্তে টাইপসেট করতে পারেন(কিছু কিছু ক্ষেত্রে)। টাইপসেট হল আপনার গবেষণাপত্র এবং থিসিস জন্য সহজ ভাবে লেখার একটি হাতিয়ার।

এটা যেমন সহজ তেমনি মজাদারও বেশ। আর এটার মাধ্যমে আপনি ল্যাটিক্স কোড/পি ডি এফ/ডক ফাইল টা ও পেয়ে যাবেন ২-৪ মিনিটে। সো আপনার কষ্ট অনেক গুনে কমে যাবে। জার্নালে পেপার পাঠালেই সেটা পাবলিশ হয় না। একেকটি জার্নালে একেক ধরনের কাঠামো ব্যবহার করে পেপারের লেখা গুলোকে সাজাতে হয়, যেটাকে বলা হয় ম্যানুস্ক্রিপ্ট। আর টাইপসেট এই ওয়েবসাইটটি আপনার হাতের মুঠোয় এনে দিচ্ছে সেসব জার্নালের (IEEE, Springer, ACM, Elsevier etc.) ম্যানুস্ক্রিপ্টের টেমপ্লেট(100,000+ জার্নাল টেমপ্লেট)। আপনাকে শুধু মাত্র ওয়েবসাইটটিতে লগ ইন করে, টেমপ্লেট সিলেক্ট করতে হবে এবং তারপরে আপনার পেপারের লেখাগুলি সেখানে কপি-পেস্ট করলেই এই ওয়েবসাইটি আপনার পেপারের লেখাকে টেমপ্লেটের ম্যানুস্ক্রিপ্টের মতো করে সাজিয়ে ফেলবে(টিউটোরিয়াল লিংক)। যারা তাদের কাগজপত্র ফরম্যাটিং এবং রিফরম্যাট করতে ঘণ্টার পর ঘণ্টা ব্যয় করেন তাদের আমি Typeset সুপারিশ করব। এছাড়াও টাইপসেটে আর ও যেসব সুবিধা আছে;

  • ফরম্যাটিংঃ মোট লেখার সময়ের 30% সময়ে ফরম্যাটিং শেষ করতে পারবেন
  • References এবং Citation এ বেশ সুবিধাজনক
  • অনায়াসে টেবিল তৈরি এবং সম্পাদনা করুন
  • সহজে সমীকরণ লেখা যায়
  • কোলাবোরেশন করে লিখার সুযোগ
  • ডকুমেন্ট প্রিভিউ, ভার্সন কন্টোল ক্ষমতা, ডকুমেন্ট সহজে ডাউনলোড করা
  • গ্রামার/স্পেল চেক করার সুবিধা ইত্যাদি

এছাড়া আরও ডিটেলইস জানার জন্য ইউটিউবে/ গুগলে সার্চ করতে পারেন। ধন্যবাদ………

--

--

Abu Tareq Rony
Abu Tareq Rony

Written by Abu Tareq Rony

Enthusiasts in LLMs, Machine Learning & Deep Learning .

No responses yet