SPSS নিয়ে কিছু কথা……

Abu Tareq Rony
2 min readAug 6, 2022

--

SPSS কি?

SPSS(Statistical Package for Social Science) হলো, সমাজ বিজ্ঞান সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের তথ্য ও গবেষণা সংক্রান্ত কাজে ব্যাবহৃত পরিসংখ্যান সমূহের একটি প্যাকেজ যেটি IBM কোম্পানির একটি সফটওয়ার। পরিসংখ্যান, সমাজ বিজ্ঞান, মনোবিজ্ঞান, স্বাস্থ্য ইত্যাদি সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিভিন্ন গবেষণা, বিভিন্ন জরিপ থেকে প্রাপ্ত ডাটাকে বিশ্লেষণ করে নিখুঁত একটি সিদ্ধান্তে পোঁছাতে SPSS এর ভুমিকা অনন্য।

কিভাবে ডাউনলোড করবেন ?

প্রথমত, ডাউনলোড করতে চাইলে এসপিএসএস এর কোম্পানি IBM হতে ডাউনলোড করে নিতে পারেন ।

লিংক: IBM link to download SPSS Software

দ্বিতীয়ত, এই লিংক থেকে খুব সহজে ডাউনলোড করতে পারেন (লিংক)

কেন শিখবেন SPSS?

বর্তমানে সারাবিশ্বে গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে ডাটা এনালাইসিস এর জন্য বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার হচ্ছে SPSS। আমাদের দেশে বেশ কিছু সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন NGO প্রত্যক্ষ এবং পরােক্ষভাবে Statistical Analysis করছে। যেমন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাে, ICDDRB, BRAC, BRRI, NIPORT, ISRT, FAO, UNDP প্রভৃতি। যারা সমাজ বিজ্ঞান, মনোবিজ্ঞান, ও শিক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে পড়াশুনা করেন বা গবেষনা ক্ষেত্রে আছেন, তাদের অনেক সময়ই বিভিন্ন বিষয়ে গবেষণা, রিপোর্ট তৈরী, কেস স্টাডি সহ নানাবিধ বৈজ্ঞানিক কাজে SPSS প্রয়োজন হয়। রিপোর্ট ও গবেষণা পত্র তৈরীর কাজে SPSS শিখলে আপনার রিপোর্ট ও গবেষণার ফলাফল হবে আরো নিঁখুত, এবং আরো সহজেই এবং সুন্দরভাবে উপস্থাপান করতে পারবেন । প্রতিবছর বিভিন্ন পাবলিকেশন থেকে যে রিসার্চ আর্টিকেলগুলো পাবলিশ হচ্ছে এবং শিক্ষার্থীরা যে থিসিস ও প্রজেক্টের ডাটা এনালাইসিস করছে তার সিংহভাগই করা হয় SPSS ব্যবহার করে। র‍্যাংকিং এ SPSS-এর পরেই বিভিন্ন অবস্থানে রয়েছে R, SAS, STATA, Excel, GraphPad Prism, MATLAB, Python ইত্যাদি টুল। অন্যান্য টুলসের চেয়ে এটির জনপ্রিয়তার পেছনে অন্যতম প্রধান কারণ হচ্ছে এর ইউজার ফ্রেন্ডলি ইন্টাফেস যা অনেক টা মাইক্রোসফট এক্সেলের ক্লিক বেইজড ইন্টারফেসের মতো।মজার বিষয় হল কোডিং এক্সপেরিয়েন্স ছাড়াই এটির মাধ্যমে কাজ করা যায়।দীর্ঘসময় ধরে রিসার্চারদের মাঝে ব্যবহৃত হয়ে আসা এই সফটওয়্যারটির ইউজার কমিউনিটিও তাই বেশ বড়, এবং সহজেই কোনো সমস্যার সমাধান পাওয়া যায়। বর্তমানে ডাটা সায়েন্টিস্টদের কাছে SPSS বেশ জনপ্রিইয়তা লাভ করছে।

কি কি এনালাইসিস করতে পারবেন SPSS এ?

  • ডেস্ক্রেপ্টিভ স্টাটাটিসটিক্স(গড়, মধ্যক, প্রচুরক ইত্যাদি)
  • বায়েসিয়ান স্টাটাটিসটিক্স
  • এনোভা, ম্যনোভা টেস্ট, T টেস্ট
  • রিগ্রেশান, কোরিলেশান এনালাইসিস
  • ক্লাসিফিকেশন(ক্লাস্টার, ডিসিশন ট্রি ইত্যাদি)
  • KNN,CHAID,RBF ইত্যাদি
  • নিউরাল নেটওয়ার্ক
  • ডাইমেনশাল রিডেকশান(PCA, Factor etc.)
  • নন প্যারামেটিক টেস্ট
  • ফরকাস্টিং
  • সারভাইভেল এনালাইসিস (লাইফ টেবিল, কাপলান মেয়ার ইত্যাদি)
  • সিমুলেশন, কোয়ালিটি কন্টোল

এছাড়া ও আর ও অনেক রকম কাজ দ্রুত ও নিখুঁতভাবে করতে পারেন।

SPSS এ এনালাইসিসের স্টেপ গুলো কি কি??

  • Load ডাটাসেট(CSV/EXCEL etc)
  • SPSS কমান্ড
  • রেসাল্ট বে করে আনা
  • গ্রাফ/চার্টগুলো এনালাইসিস করা
  • রেসাল্টগুলো বিশ্লেষনের মাধ্যমে সিদ্ধান্তে পোঁছানো

এছাড়া আরও বিস্তারিত জানার জন্য ইউটিউব/গুগল ইত্যাদি দেখতে পারেন। ধন্যবাদ।

--

--

Abu Tareq Rony
Abu Tareq Rony

Written by Abu Tareq Rony

Enthusiasts in LLMs, Machine Learning & Deep Learning .

No responses yet