কিভাবে একটি রির্সাস প্রপোসাল লিখবেন?

Abu Tareq Rony
1 min readAug 18, 2022

--

আপনি কীভাবে একটি গবেষণা করতে যাচ্ছেন, কেন গবেষনা টি গুরুত্বপূর্ণ তা মুলত একটি রির্সাস প্রপোসালে বনর্না করা হয়ে থাকে। একাডেমিসিয়ান রা ফান্ডিং এর জন্য ফান্ডিং বডির কাছে এবং ছাত্র অবস্থায় ডিগ্রীর জন্য প্রপোজাল লেখা হয়ে থাকে সাধারনত। রির্সাস প্রপোসাল আপনার ইন্টাররেস্টের সাথা রিলেভেন্ট হতে হবে,এছাড়া সহজ মেথডোলজি ,ডাটা এভেলেভিলিটি,প্রসিডিউর, গবেষনাগার,ফান্ডিং, ইন্সটিটিউশনের সীমাবদ্ধতার বিষয় গুলো মাথায় রাখতে হবে। প্রপোসালের সাইজ নরমালি ৪-৭ পেইজ(২০০০-৩৫০০ শব্দ) হয়ে থাকে।

একটি গবেষণা প্রস্তাব বিন্যাস ক্ষেত্র বিশেষ নানা রকম হয়, কিন্তু অধিকাংশ প্রস্তাবে অন্তত এই উপাদান থাকা উচিত:

  • Cover page
  • Introduction
  • Literature review
  • Research design
  • Reference list

এছাড়া ও নিচের বিষয় গুলো খেয়াল রাখতে পারেনঃ

  • Title Page(Name, supervisor’s name, institution/department) থাকতে হবে।
  • অনলাইনে ডাটা কালেকশনের জন্য বর্তমানে Google Form ইউজ হয়।
  • Literature Review এবং Research Gap যথাযথ ভাবে লিখতে হবে।
  • Introduction, Background, Objectives সম্পর্কে বিস্তারিত লিখতে হবে।
  • Grammar চেকের জন্য গ্রামারলি/টার্নিটিন ইউজ করতে পারেন। এই সফটাওয়্যারের জন্য আপনাকে পেমেন্ট(ফ্রিমিয়াম) করা লাগবে, Grammarly ফ্রি ভার্সন রয়েছে যা অনেক উপকারি বটে।
  • Paraphrasing এর জন্য Quilbot ইউজ করতে পারেন
  • Plagiarism চেকার হিসেবে Turnitin এর সাথে অন্য টুলসের তুলনা যায় না। তবে এই সফটাওয়্যারের জন্য আপনাকে পেমেন্ট করা লাগবে।
  • গ্রাপ/ফিগার আঁকার জন্য PowerPoint/Adobe Photoshop/ Canva/ Diagram.Net ইউজ করতে পারেন
  • লেখালেখির জন্য MS Word, Latex ইউজ করা যেতে পারে।
  • এনালাইসিসের কাজে SPSS,R, Python, Stata, Excel, Minitab ইত্যাদি ইউজ করা যেতে পারে।
  • Reference এর জন্য Mendeley, Zotero, EndNote ইউজ করা যেতে পারে।
  • Research Schedule(Research phase, Time) সম্পর্কে ধারনা দিতে হবে।
  • Budget(Travel costs, Materials, Assistance) সম্পর্কে ধারনা দিতে হবে।

আজ এ পর্যন্ত। শুভকামনা রইল……………………………

--

--

Abu Tareq Rony
Abu Tareq Rony

Written by Abu Tareq Rony

Enthusiasts in LLMs, Machine Learning & Deep Learning .

No responses yet