ডাটা সায়েন্স শিখার জন্য সেরা ৫টি ইউটিউব চ্যানেল।

Abu Tareq Rony
2 min readAug 11, 2022

--

ইউটিউব বর্তমানে যেকোনো স্কিল ডেভ্লপমেন্ট করার জন্য অন্যতম সেরা মাধ্যমে। এই ব্লগে ডাটা সায়েন্সে শিখার জন্য আমার দেখা সেরা ৫টি ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করব।

  • Krish Naik Youtube Channel

Krish Naik হলেন iNeuron-এর সহ-প্রতিষ্ঠাতা যার কম্পিউটার ভিশন, ডিপ লার্নিং এবং মেশিন লার্নিং-এ দশ বছরের ও বেশি অভিজ্ঞতা রয়েছে৷ 11 ফেব্রুয়ারি, 2012-এ, Krish Naik ইউটিউবে যোগ দেন। আজ অবধি, YouTube চ্যানেলটির 753K এর বেশি সাবস্ক্রাইবার রয়েছে৷ ডেটা সায়েন্স, পরিসংখ্যান, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং অন্যান্য বিষয়ের তত্ত্ব এবং প্রয়োগগুলি নিয়ে আলোচনা করার পাশাপাশি, নায়েক কীভাবে এই ক্ষেত্রে আপনার কর্মজীবনে যোগদান এবং অগ্রসর হওয়া যায় সে সম্পর্কে পরামর্শ এবং দিকনির্দেশনাও প্রদান করেন। তার ইউটিউব চ্যানেল ডেটাসায়েন্স ম্যাটেরিয়ালস, ডেটা সায়েন্স গাইডেন্স এবং প্রোজেক্ট লাইভ ডেটা সায়েন্সের জন্য তিনটি আলাদা মেম্বারশিপ লেভেল অফার করে। তাই আমার মতে আপনার ডাটা সায়েন্স জার্নি টা চোখ বন্ধ করে এই চ্যানেল দিয়ে শুরু করা উচিত।

  • Edureka

আপনি যদি ফ্রি তে ডাটা সায়েন্সের প্রিমিয়াম টিউটোরিয়াল খুঁজেন তাহলে এ চ্যানেল টি আপনার জন্য। ভারতের কর্নাটকে অবস্থিত এই প্রতিষ্ঠান টি কোর্স কারিকুলাম/কন্টেন্ট/মেন্টরা এক কথায় অনবদ্য।

  • StatQuest

Josh Starmer StatQuest YouTube চ্যানেল প্রতিষ্ঠা করেন। তিনি ডিপ লার্নিং এবং মেশিন লার্নিংয়ে এ একজন দক্ষ ডেটা সায়েন্টিস্ট। স্টাটিস্টিকসে যদি আপনি দুর্বল হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। তিনি ধীরে ধীরে এবং খুব স্পষ্টভাবে কথা বলেন সাথে রয়েছে তার গান ও গিটারের মুগ্ধতা।

  • Data Professor

Chanin Nantasenamat একটি গবেষণা বিশ্ববিদ্যালয়ে, পিএইচ.ডি, বায়োইনফরমেটিক্সের একজন সহযোগী অধ্যাপক এবং একটি গবেষণা ল্যাবের পরিচালক যেটি মেডিসিনে বড় ডেটার গোপনীয়তা আনলক করতে ডেটা সায়েন্স ব্যবহার করে। ডেটা সায়েন্সে, চ্যানিনের 15 বছরেরও বেশি দক্ষতা রয়েছে বিশেষ করে বায়োইনফরমেটিক্সে।

  • Study Mart

বাংলাতে ডেটা সায়েন্স শিখার জন্য এর থেকে ভালো রির্সোস নেই। যারা ইংরেজি কন্টেন্ট বুঝতে সমস্যা হয় তাদের জন্য এই চ্যানেলটি আর্শীবাদ। ডাটা সায়েন্সের বেসিক বুঝার জন্য এখানে ফ্রি ভিডিও গুলোই যথেষ্ট।

--

--

Abu Tareq Rony
Abu Tareq Rony

Written by Abu Tareq Rony

Enthusiasts in LLMs, Machine Learning & Deep Learning .

No responses yet